খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

যুবশক্তির উন্নয়নে কাজ করবে শ্রীলঙ্কা-বাংলাদেশ

গেজেট ডেস্ক

যুবশক্তির উন্নয়নে একযোগে কাজ করতে সম্মত হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এছাড়া দুই দেশের সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমের মেয়াদ আরও দুই বছর বেড়েছে। কৃষি ও কারিগরি শিক্ষাখাতেও পারস্পারিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছে দুই দেশ। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে ও শ্রীলঙ্কার মধ্যে এসব বিষয়ে মোট ৬টি সমঝোতা স্মারক সই হয়। যেগুলোর একটি নতুন আর বাকি ৫টি স্মারক নবায়ন করেছে দুই দেশ।

এর আগে, সকাল পৌনে এগারোটার দিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপাকসে। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই সরকার প্রধানের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক আলোচনা শেষে সমঝোতা স্মারক সই করে দুই দেশ।

নতুন সই হওয়া স্মারকের আওতায়, যুব উন্নয়ন কার্যক্রমকে শক্তিশালী করতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এছাড়া বাংলাদেশের নার্স ও স্বাস্থ্যকর্মীদের শ্রীলঙ্কায় প্রশিক্ষণ ও বাংলাদেশ ইনস্টিটিউশন অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস এবং শ্রীলঙ্কার লক্ষণ কাদিরগামার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস এর মধ্যে সমঝোতা স্মারকের নবায়ন করা হয়।

বৈঠকের আগে সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাহিন্দ্রা রাজাপাকসে। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। সবশেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় বেশ কয়েকজন সফরসঙ্গীও তার সাথে ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শেখ হাসিনার আমন্ত্রণে গতকাল শুক্রবার ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এ সময় বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে পৌঁছানোর পরপরই শুক্রবার বেলা ১১টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজাপাকসে। এরপর দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বিকেল ৩টায় হোটেল সোনারগাঁওয়ের প্রেসিডেন্সিয়াল স্যুইটে মহিন্দা রাজাপাকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ১০ দিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন।

সন্ধ্যা সাড়ে ৭টার ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজে যোগ দেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!