খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২০১৮’র রাতের ভোটের দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
  শেখ হাসিনাসহ তিনজনের পক্ষে অভিযোগ গঠনে সময় আবেদন, পরবর্তী শুনানি ৭ জুলাই

শেখ হাসিনা দাবায় পিছিয়ে পড়ছে বাংলাদেশীরা

ক্রীড়া প্রতিবেদক

প্রথম দিনের ধারাবাহিকতা দ্বিতীয় দিনের তিন রাউন্ডে ধরে রাখতে পারেননি গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম। জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতায় দুজনেই পিছিয়ে পড়েছেন। বাংলাদেশের বাকি দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তারও পারেননি প্রত্যাশিত আলো ছড়াতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে অনলাইনে হওয়া এই দাবা প্রতিযোগিতায় শুক্রবার তিন রাউন্ডের খেলা হয়েছে। প্রথম দিনের তিন রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে থাকা রাজীব চতুর্থ ও পঞ্চম রাউন্ডে যথাক্রমে ইন্দোনিশেয়া ও ভারতের প্রতিযোগীর কাছে হারেন। ষষ্ঠ রাউন্ডে জিতেন মালদ্বীপের ফিদে মাস্টার মোহামেদ শুয়াওয়ের বিপক্ষে।

রাজীবের মতো যৌথভাবে শীর্ষে থেকে দ্বিতীয় দিন শুরু করা আমিনুল ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টারের কাছে হারের পর ষষ্ঠ রাউন্ডে জিতেন স্বদেশি ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের বিপক্ষে।

ছয় হাজার ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে ছয় রাউন্ড শেষে সাড়ে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেঘারেন্ত সুসান্ত।

৫ করে পয়েন্ট ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ইয়েন গক থ্রং সন ও ভারতের গ্র্যান্ডমাস্টার দিপ্তায়ন ঘোষের। সাড়ে ৪ করে পয়েন্ট পেয়েছেন সাত জন।

৪ করে পয়েন্ট পাওয়া ১১ জনের মধ্যে আছেন বাংলাদেশের আমিনুল, ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল, রাজীব, তৈয়বুর রহমান ও জাভেদ আল আজাদ।

দেশের বাকি দুই গ্র্যান্ডমাস্টারের মধ্যে জিয়ার পয়েন্ট সাড়ে ৩ এবং রিফাতের পয়েন্ট ৩।

খুলনা গেজেট/এএমআর

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!