বাংলাদেশের দেয়া ৩১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে স্বাগতিক সাউথ আফ্রিকা। বিপজ্জনক হয়ে ওঠার আগেই শরিফুল সাজঘরে ফেরত পাঠিয়েছেন ওপেনার ইয়ানেমান মালানকে।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনেই করেছিল সাউথ আফ্রিকা। রানরেটের দিকে লক্ষ্য করে দুই ওপেনারের ব্যাটে বেশ ভালোই এগুচ্ছিল স্বাগতিকরা।
কিন্তু ম্যাচের চতুর্থ ওভারের শেষ বলে প্রোটিয়া শিবিরে আঘাত হানেন পেইসার শরিফুল ইসলাম। ডানহাতি এই পেইসারের শর্ট লেন্থের বল ব্যাট ছুঁয়ে যায় মালানের। সেই বল তালুবন্দি করে তাকে মাঠ ছাড়া করেন মুশফিকুর রহিম।
পরে অষ্টম ওভারে ব্যাক টু ব্যাক দুটি উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের চাপে ফেলেন তাসকিন।
প্রোটিয়া ওপেনার কাইল ভেরেইনিকে ২১ রানে মাঠছাড়া করার পর রানের খাতা খোলার আগেই তাসকিন দ্বিতীয় শিকারে পরিণত করেন এইডেন মারক্রামকে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকার সামনে ৩১৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ।
নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ করে রান আসে লিটন দাস ও ইয়াসির আলি রাব্বির ব্যাট থেকে।
খুলনা গেজেট/ এস আই