খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

শুরুতেই লেজে-গোবরে অবস্থা বাংলাদেশ দলের

ক্রীড়া ডেস্ক

আগের ম্যাচে তামিম ইকবালের শুরুটা ছিল বেশ ইতিবাচক। আজ শেষ ম্যাচের দ্বিতীয় বলে চার মেরে আজও তেমন কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। তবে সেটা পরে আর ধরে রাখতে পারেননি। বাংলাদেশ অবশ্য শুরুটা ভালোই করেছিল। এরপরই ঘটল বিপত্তি।

দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে পারলেন না তামিম ইকবাল। এনামুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফিরলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৩০ বলে ১৯ রান করেন তামিম। তার ইনিংসে চারের মার ছিল ৩টি। তার আউটের পর ক্রিজে এসে শূন্য রানে ফিরলেন শান্ত। শান্তর পর মুশফিক এসেও ফেরেন শূন্য রানে।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামা ম্যাচে বাংলাদেশ টসে জেতেনি। জিম্বাবুয়ে ব্যাটিংয়ে পাঠিয়েছে সফরকারীদের। এরপর তামিম আর এনামুল হক বিজয়ের জুটিটা ভালো শুরু এনে দিয়েছিল বাংলাদেশকে। তামিম ম্যাচের দ্বিতীয় বলেই চার মেরে ইতিবাচক শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেই চারের পর কিছুটা রয়েসয়েই খেলছিলেন তিনি, অপরপাশে এনামুলও ছিলেন কিছুটা খোলসেই। ৮ ওভারে ৪০ তোলে বাংলাদেশ।

এরপরই ঘটল বিপত্তি। ৯ম ওভার করতে আসা মাধেভেরের বলটা অফসাইডে ঠেলে দিয়ে রানের ইঙ্গিত দিয়েছিলেন বিজয়, তাতে সাড়া দিয়েছিলেন তামিম। তবে একটু পরই তার মনে হলো, ভুল হয়েছে ‘কলটা’। এরপর তিনি সিদ্ধান্ত বদলান যখন, ততক্ষণে তামিম পৌঁছে গেছেন প্রায় মাঝ উইকেটে। এরপর ক্রিজে ফেরার আগে এনগারাভার বাড়ানো বলটা ধরে উইকেট ভাঙেন মাধেভেরে। ৩০ বলে ১৯ রান করে তামিম ফেরেন সাজঘরে। ৪১ রানে ১ উইকেট খোয়ায় বাংলাদেশ।

তামিমের বিদায়ের তিন বল পর বিদায় নেন শান্ত। তিনে নামা এই ব্যাটসম্যান দশম ওভার করতে আসা ব্র্যাড ইভান্সের অনেক বাইরের এক শর্ট বলে তাড়া করেন, এরপর ব্যাকওয়ার্ড পয়েন্ট ক্যাচ দিয়ে ফেরেন।

এর দুই বল পর সেই ইভান্স একই রকম এক শর্ট বল দেন। এবার চারে নামা ব্যাটসম্যান মুশফিকুর রহিম আপার কাট করে বসেন, যা থার্ড ম্যান অঞ্চলে এনগারাভার ধরতে কোনো সমস্যাই হয়নি।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!