খুলনা, বাংলাদেশ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  লন্ডনে চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া
  দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত : তারেক রহমান

শুরুতেই ফিরলেন বাবর আজম

ক্রীড়া প্রতিবেদক

টস হেরে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করে পাকিস্তান। কিন্তু শুরুতেই সাজঘরে ফিরলেন পাকিস্তান দলের সবচেয়ে বড় ব্যাটিং ভরসা অধিনায়ক বাবর আজম। ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে বাবরের ব্যাটের দিকে তাকিয়ে ছিলেন পাকিস্তানি সমর্থকরা।

তবে এই বাবরকে উইকেটে বেশিক্ষণ টিকতে দিলো না ভারত। ভুবনেশ্বর কুমারের শিকার হয়ে ইনিংসের তৃতীয় ওভারেই ফিরেছেন পাকিস্তান অধিনায়ক। ডানহাতি এই পেসারের শর্ট ডেলিভারিতে টপ এজ হয়ে শর্ট ফাইন লেগে থাকা আর্শদীপের হাতে ক্যাচ দেন বাবর। তাতে দুই চারে মাত্র ১০ রানে ফিরে যেতে হয় পাকিস্তানের অধিনায়ককে।

দুই দলের এমন ধ্রুপদি লড়াইয়ে শুরুতেই টসের লড়াইয়ে পাকিস্তানকে হারিয়েছে ভারত। টস জিতে বোলিংয়ে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান (সহ অধিনায়ক), হারিস রউফ, নাসিম শাহ ও শাহনেওয়াজ ধানি।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান ও অর্শদীপ সিং।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!