শুরুতেই অধিনায়ক ম্যাথু ওয়েডকে সাজঘরে ফেরালেন নাসুম। আগের দুই ম্যাচে মিডল অর্ডারে খেলেছিলেন তিনি। কিন্তু তৃতীয় ম্যাচে ওপেনিংয়ে উঠে এলেন অধিনায়ক ম্যাথু ওয়েড। তবে লেগসাইডের বল আবারও কাল হলো তাঁর।
নাসুম আহমেদের লেগসাইডের বলটা টেনে মারতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েছেন ওয়েড, ৫ বলে ১ রান করেই। প্রথম ম্যাচে লেগসাইডের বেশ বাইরের বলে ক্যাচ দিয়েছিলেন ওয়েড। পরের ম্যাচে জায়গা বানিয়ে খেলতে গিয়ে মোস্তাফিজের বলে হারিয়েছিলেন লেগস্টাম্প।
প্রথম ওভারে মেহেদী হাসানকে বেন ম্যাকডারমট ছয় মারলেও পরের ওভারে নাসুম দিয়েছেন ব্রেক থ্রু। রানতাড়ায় আবারও শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই ওপেনারকে হারাতে হয় বাংলাদেশকে। কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে সাকিব ও মাহমুদুল্লাহ এগিয়ে নিয়ে যায়। মাহমুদুল্লাহ থাকলেও পরপর উইকেটের পতন ঘটে। হাল ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ। কঠিন সময়ে অর্ধশতক করেন তিনি। অর্ধশতকের পর ফিরতে হয়েছে তাকে। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৭ রান। অস্ট্রেলিয়াকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া : অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
বাংলাদেশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।