খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

শুভদিয়ায় অগ্নিকান্ডে গোডাউন ভস্মিভুত, ১০ লাখ টাকার ক্ষতি

চুলকাঠি প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে আকষ্মিক অগ্নিকান্ডে মেসার্স শাহাজাহান বীজ ভান্ডার নামক একটি কীটনাশক সার ও বীজের খুচরা দোকান এবং গোডাউন পুড়ে সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। বুধবার সকালে শুভদিয়া ইউনিয়নের উত্তরপাড়া ঠারোনতলা তেমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা ঘটনা স্থান পরির্দশন করেছেন।

জানা গেছে, ওইদিন সকালে বিদ্যুতের সর্টসাকিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন সমগ্র দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে তার মধ্যে থাকা বীজ সার কীটনাশক ও অন্যান্য মালামাল পুড়ে সম্পুর্ণ ভস্মিভুত হয়। এতে দোকান ও গোডাউন মালিক মোঃ আল মামুন শেখ এর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। তিনি সর্বস্ব হারিয়ে এখন পথে বসার উপক্রম হয়েছেন।

খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, শুভদিয়া ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ওমরসহ বিভিন্ন ব্যক্তিরা ঘটনা স্থান পরির্দশন করেছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!