প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলী। সরকারি অনুদানে নির্মিত ছবির নাম ‘দেওয়ালের দেশ’। এটি নির্মাণে রয়েছেন মিশুক মনি। অনেকটা গোপনেই শুটিং শেষ করা হয়েছে। সোমবার প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্টলুক। এসময় উপস্থিত ছিলেন শরিফুল রাজ, বুবলীসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
নির্মাতা মিশুক মনি বলেন, আমি চেয়েছিলাম আগে কাজটি সম্পন্ন করি এরপর আলোচনা করা যাবে। আমি চাই মানুষ কাজের আলোচনা করুক। প্রধান চরিত্রে আছেন শবনম ইয়াসমিন বুবলী ও শরিফুল রাজ। আমরা যথেষ্ঠ যত্ন নিয়ে ‘দেওয়ালের দেশ’ সিনেমাটি নির্মাণ করেছি।
তিনি আরও বলেন, শুটিং সেট থেকে কেউ গোপনে ভিডিও করে সেটি টিকটকে আপলোড করেছে। সেখান থেকেই লুকগুলোর স্ক্রিনশট ছড়িয়েছে। কাজটি যিনি করেছেন, খুবই খারাপ করেছেন। এখনও আমাদের কিছু শুটিং বাকি আছে। পুরোপুরি শেষ করে অফিসিয়াল লুক প্রকাশ করব।
২০২০-২০২১ অর্থ বছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। এরপরের বছর এর দৃশ্যধারণের কাজ শুরু। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। ৭ বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।
খুলনা গেজেট/ এএজে