সময়ের জনপ্রিয় নাট্যাভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ২০ এপ্রিল থেকে নাটকের শুটিং শুরু করেছেন। তার এই শুটিং ব্যস্ততা থাকবে ঈদের আগে চাঁদ রাত পর্যন্ত। চলতি মাসে তার বাবার মৃত্যু হলে পূর্বনির্ধারিত সব শুটিং বাতিল করেছিলেন কিছুদিনের জন্য। বাবার মৃত্যুর পর নানা আনুষ্ঠানিকতার কারণে শুটিং করেননি এই অভিনেতা। তবে ঈদের কাজের কারণে তাকে অল্প সময়ের বিরতি দিয়ে কাজে ফিরতে হয়েছে বলে জানান অপূর্ব।
এ প্রসঙ্গে তিনি বলেন, বাবা মারা যাওয়ার পর থেকে কোনো কিছুই ভালো লাগছে না। সারাক্ষণ তার কথাই বারবার মনে পড়ছে। এভাবে হঠাৎ করে বাবা হারিয়ে যাবে তা আগে ভাবি নাই। বাবা যেন পরপারে ভালো থাকেন, এই প্রার্থনা করছি। পরপারে যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন এই কামনা করছি।
নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি আরও বলেন, এবারের ঈদেও নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ গল্পের নাটকে আমাকে দেখা যাবে। এর মধ্যে রয়েছে রোমান্টিক, সেমিরোমান্টিক ও বিরহের গল্পের নাটক। তবে গত বছরের চেয়ে তুলনামুলক কম নাটকে অভিনয় করেছি এবার। তাছাড়া আগে অভিনয় করা কিছু নাটকও প্রচার হওয়ার সম্ভাবনা আছে।
নাটকে অভিনয় করলেও করোনাকালের আগে শিহাব শাহীনের পরিচালনায় ‘যদি কিন্তু তবুও’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন এই অভিনেতা। সেটি গত বছর মুক্তি পায়। অভিনয়ের পাশাপাশি একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন অপূর্ব। এ প্রতিষ্ঠান থেকে এরই মধ্যে একটি নাটকও নির্মিত হয়েছে কিছুদিন আগে।