খুলনা, বাংলাদেশ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড, চট্টগ্রাম বন্দরকে সত্যিকার বন্দরে পরিণত করার কাজ চলছে : প্রধান উপদেষ্টা
  ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনার রাজধানী থেকে গ্রেপ্তার ৩

খু‌বি‌তে তিন দিনের শিক্ষাসমাপনী উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসবের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে শিক্ষাসমাপনী উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সময়টা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। শিক্ষাসমাপনীর দিনটি হৈ-হুল্লোড়ের মধ্য দিয়ে কাটে। এটা স্মৃতিময় হয়ে থাকে।

তিনি আরও বলেন, এই শিক্ষাসমাপনীর ম্যাধমে শিক্ষাজীবনের একটি পর্ব শেষ হলেও শিক্ষার্থীদের সামনে নতুন দিগন্ত খুলে যায়। নতুন চ্যালেঞ্জ ও সাফল্যের সোপান তৈরি হয়ে থাকে। দেশ ও জাতির সেবা এবং বৈশ্বিক ক্ষেত্রে অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়। এক্ষেত্রে তাদের ব্যক্তি দক্ষতার স্বাক্ষর রাখতে হবে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে শিক্ষাসমাপনী উৎসবের সাথে এ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম ও ভাবমূর্তির দিকেও লক্ষ্য রাখার পরামর্শ দেন। তিনি ১৭ ব্যাচের এ আয়োজনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমনসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!