খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে
  আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ওরিয়েন্টশন

‘শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জ্ঞান অর্জনের বিকল্প নেই’

গেজেট ডেস্ক

আনন্দঘন পরিবেশে খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফল-২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠান শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টশন অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মো. এনায়েতুল বাবর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খুলনায় প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। সময়ের সাথে সাথে পড়াশোনার আমুল পরিবর্তন এসেছে। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষাকে বাস্তবিক জীবনে কাজে লাগাতে হবে। শিক্ষা অর্জনের জন্য শিক্ষার্থীদের আরো বেশি মনোযোগী হতে হবে।

তিনি আরো বলেন, বিশ্বায়নের যুগে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের নতুন প্রজন্ম যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নে সর্বদা সচেষ্ট হতে হবে। নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে জীবন কে উপভোগ করতে হবে। নিজের কাজের প্রতি সন্তুুষ্টি থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, সায়েন্স এন্ড টেকনোলজী ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. নওশের আলী মোড়ল, ব্যবসায় প্রশাসন ফ্যাকাল্টির ডিন ড. মো. রউফ বিশ্বাস।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মরিয়ম আকতার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আসাদুজ্জামান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নাসিম আহমেদ, প্রকল্প পরিচালক মো. রেজাউল আলম, সহকারি প্রক্টরগণ, ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!