জেলার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে ২০১৪ সালে শুরু হয় শেখ রাসেল স্মৃতি প্রতিবন্ধি ভোকেশনাল স্কুলের কার্যক্রম। প্রতিবন্ধি বিকাশ চন্দ্র সরকার স্কুলটি পরিচালনা করেন। স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থীকে বিকাশ তার প্রতিবন্ধির ভাতার অর্থ থেকে দুপুরে খাবারের ব্যবস্থা করতেন।
কিন্তু সম্প্রতি করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা স্কুলে আসতে পারছেন না। কিন্তু প্রতিবন্ধি বিকাশ বসে নেই। সে তার ভাতার টাকা দিয়ে খাদ্যদ্রব্য সামগ্রী গত রোববার থেকে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিতরণ শুরু করেছেন। তার লক্ষ্য প্রায় শতাধিক প্রতিবন্ধি শিক্ষার্থীদের সাহায্য করবেন। কথাগুলো খুলনা গেজেটের প্রতিবেদককে জানান বিকাশ।
তিনি আরও বলেন, প্রতিবন্ধি স্কুলটির কার্যক্রম থেকে শুরু করে তিনি সামর্থ্যমত শিক্ষার্থীদের পাশে আছেন। তিনি সমাজের বিত্তবানদের নিকট আহবান করেন, করোনায় কর্মহীন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
খুলনা গেজেট / এনআইআর