শিক্ষককে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগে সাবেক এক শিক্ষার্থীর সার্টিফিকেট স্থগিত এবং ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা, ২ শিক্ষার্থীকে সাময়িক, ১ জনকে জরিমানা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ জুন ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ১০ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত সভার আলোচ্য সূচী- ৪ এর সিদ্ধান্ত মোতাবেক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ডিবেটিং সোসাইটির মধ্যে টিন সেডের একটি কক্ষকে উভয় পক্ষ নিজেদের বলে দাবি করায় সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর-কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় এ শাস্তি প্রদান করা হলো।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী মাহমুদুর রহমান রহমানকে ২ সেমিস্টারের জন্য বহিস্কার এবং ২হাজার টাকা জরিমানাসহ ক্ষমা চেয়ে মুচলেকা প্রদান করতে হবে, আইন বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী ইমন হোসেনকে ১হাজার টাকা জরিমানাসহ ক্ষমা চেয়ে মুচলেকা প্রদান করতে হবে, আইন বিভাগের ১৮-১৯ সেশনর শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়াকে ১ সেমিস্টার বহিষ্কার এবং ২ হাজার টাকা জরিমানাসহ ক্ষমা চেয়ে মুচলেকা দিতে হবে, ২০১৬-১৭ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী ইজাজুর রহমানকে ২ (দুই) বছরের জন্য সার্টিফিকেট স্থগিত করণসহ ফেসবুকে প্রাক্তন শিক্ষার্থী হিসেবে হুমকি প্রদানের জন্য কর্তৃপক্ষের নিকট লিখিত ক্ষমা চাওয়া এবং অত্র বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এছাড়াও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মামলায় বিএমবি বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী উৎস্য গাইনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে