বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ্ কামাল তাজের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ শরীফ সামছুর রহমানের (৮৫) নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ী তেরখাদা সদরের ইখড়ি কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হবে। এরপর জোহরবাদ খুলনা আলিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। পরিবারিক একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন- আমরা তো আল্লাহর এবং আল্লাহরই কাছেই ফিরে যাব)। বার্ধক্যজনিত কারণে গত ২৪ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বিশিষ্ট শিক্ষাবিদ শরীফ শামসুর রহমানের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনা করছে খুলনা গেজেট পরিবার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা গেজেট’র সম্পাদক মোঃ মাহমুদ আহসান। বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহ্’র দরবারে মরহুমের মাগফেরাত কামনা করেছেন তিনি। অনুরুপভাবে বিবৃতিতে খুলনা গেজেটে কর্মরত সাংবাদিকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন।
শিক্ষাবিদ অধ্যক্ষ শরীফ শামসুর রহমান বর্ণাঢ্য কর্মজীবনে নর্থ খুলনা ডিগ্রি কলেজ, পাইকগাছার কপিলমুনি কলেজ, পিরোজপুরের মঠবাড়িয়া কলেজ, তেরখাদা গার্লস্ স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেন। শুরুতেই তিনি নর্থ খুলনা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি আলীম জুটমিল, যশোরের জেজেআই জুটমিল ও রাজশাহী জুটমিলের ডেপুটি ম্যানেজার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ কেবল শিল্প ইন্ডাস্ট্রিজ’র ম্যানেজার (এডমিনিষ্ট্রিশন) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সামাজিক জীবনে তিনি অত্যন্ত সদ্বালাপী, দানশীল ও পরহেজগার ব্যক্তি হিসেবে সর্বজন শ্রদ্বেয় ব্যক্তি ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ্ কামাল তাজের পিতার মৃত্যুর খবর শুনে খুলনার রাজনৈতিক, ব্যবসায়িক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ্ কামাল তাজের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ শরীফ শামসুর রহমানের ইন্তেকালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনায় দোয়া করেছেন নেতৃবৃন্দ।
শোক বিবৃতি দিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। অনুরুপভাবে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল।
জেলা বিএনপি : বিশিষ্ট শিক্ষাবিদ শরীফ সামছুর রহমানের ইন্তেকালে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশীদ, চৌধুরী কওছার আলী, মোল্যা সাইফুর রহমান মিন্টু, আব্দুর রকিব মল্লিক, মোল্যা খায়রুল ইসলাম, শেখ আবু হোসেন বাবু, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মেজবাউল আলম, এ্যাড. শহীদুল আলম, মুর্শিদুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান রানা, মোল্যা এনামুল কবির, নাজমুস সাকির পিন্টু, রবিউল হোসেন, আনিছুর রহমান, জাফরি নেওয়াজ চন্দন ও জসীম উদ্দিন লাবু প্রমূখ।
জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের যৌথ শোক বিবৃতি : বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজের পিতা ইন্তেকালে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুল হাসান বাপ্পী, সহ-সভাপতি খান জুলফিকার আলী জুলু, মোস্তফা উল বারী লাভলু, শেখ আলী আজগর, যুবদল সভাপতি এসএম শামীম কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমান, শ্রমিকদল সভাপতি উজ্জ্বল কুমার সাহা, যুবদল সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, ওলামাদল আহবায়ক হাফেজ মাওলানা ফারুক হোসেন, জাসাস আহবায়ক সাইদুজ্জামান খান, স্বেচ্ছাসেকবদল সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু, শ্রমিকদল সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন, ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহিলাদল সাধারন সম্পাদক এ্যাড. সেতারা সুলতানা, মৎস্যজীবীদল সিনিয়র যুগ্ম-সম্পাদক আজিজুল ইসলাম, হাফেজ মাওলানা নজরুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, হাফিজুর রহমান, অধ্যাপক আইয়ুব আলী, মতিউর রহমান বাচ্চু, মিরাজুর রহমান মিরাজ, খান আইয়ুব আলী, রফিকুল ইসলাম বাবু, মাসুদ জমাদ্দার, আরিফুর রহমান, শফিকুল ইসলাম শফিক, আবু মুসা, হাবিবুর রহমান হবি, আব্দুল মালেক, মাসুম বিল্লাহ, খান আনোয়ার হোসেন, শেখ ইউসুফ আলী, ইলিয়াস মল্লিক, শেখ আব্দুর রহমান, হিরাঙ্গীর হোসেন হিরু ও হিরু মোড়ল প্রমূখ।
জিয়া পরিষদ : তেরখাদা নর্থ খুলনা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শরীফ শামসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জিয়া পরিষদ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি মোঃ হুমাউন কবীর, জেলা সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল, এসএম মোহাম্মদ আলী, জেলা সম্পাদক মোঃ সফিকুর রহমান, অধ্যাপক শফিকুল আলম, অধ্যাপক শেখ মুনিবুর রহমান, মোঃ রুহুল আমীন, অধ্যাপক রবিউল ইসলাম, মোঃ মিশকাত হোসেন, অধ্যাপক জাকির হোসেন, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ হাবিবুর রহমান, মোঃ মনজুর রহমান, অধ্যাপক শফিকুর রহমান, এ্যাড. মহসীন মোল্যা, এ্যাডঃ আব্দুস সোবাহান, মোঃ জাহিদুর রহমান রাজু, এমএম এ বাসার, মোঃ নাসির উদ্দিন, মোঃ খোরশেদ আলম, মোঃ রবিউল ইসলাম মোঃ সাইফুল ইসলাম শামীম, শেখ আবু সাঈদ, মুকুল হোসেন মোল্যা, রবিউল ইসলাম রবি, মল্লিক আলমগীর সিদ্দিকী, মোঃ জায়েদ আলম ও মোঃ আলী মোর্ত্তজা প্রমুখ।
খুলনা গেজেট/এআইএন