খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত

শাহরুখের পর এবার বাংলাদেশে আসছেন সালমান

বিনোদন ডেস্ক

বাংলাদেশে গত ১৯ মে ৪১টি হলে মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’। ভারতের বক্স অফিসে সুপারডুপার হিট ছবিটি বাংলাদেশে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। এবার আসছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’।

বাংলাদেশ মুক্তির জন্য ইতিমধ্যে সিনেমাটির সেন্সরও হয়েছে। আগামী ২৫ আগস্ট ঢাকা ও দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে গত মে মাসে সিনেমাটি বাংলাদেশে চালানোর অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়। এরপর শুক্রবার সেন্সর ছবিটি মুক্তির অনুমতি দেয়। তথ্যটি নিশ্চিত করে বাংলাদেশে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া।

তিনি বলেন, ‘সপ্তাহখানেক আগে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। কোনো কর্তন ছাড়াই আজ সেন্সর পেয়েছে ছবিটি। আগামী শুক্রবার, অর্থাৎ ২৫ আগস্ট এখানকার সিনেমা হলে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সুপারস্টার সালমান খানের অ্যাকশন কমেডি ধাঁচের ছবি। গত ২৩ এপ্রিল ভারত ও বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল। এতে আরও অভিনয় করেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং।

সিনেমা হল মালিক এবং চলচ্চিত্রের সব সংগঠনের দাবির প্রেক্ষিতে গেল এপ্রিলে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় ‘পাঠান’ সিনেমার পর সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!