খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি স্বর্ণসহ দুই যাত্রী গ্রেপ্তার

গেজেট ডেস্ক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি টাকা মূল্যের ৩ কেজি স্বর্ণসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সংস্থাটির পৃথক অভিযানে দুবাই থেকে আসা শিবলী ও রাকিবুল নামে দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কাস্টমস ও ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার শুল্ক গােয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা শেখ মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুল্ক গােয়েন্দা জানায়, দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০২৪৮ ফ্লাইট শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্তের একটি টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নেয়। এ সময় ফ্লাইটে সিলেট থেকে ওঠা এম এইচ শিবলী নামে যাত্রীকে প্রথমে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে তার লাগেজ স্ক্যানিং করানো হলে সেখানে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন ২ কেজি ৯৭ গ্রাম ও বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

অন্যদিকে বৃহস্পতিবার অপর এক অভিযানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি- ০১৪৮ ফ্লাইটে আসা যাত্রী রাকিবুল হাসানের দেহ তল্লাশি করে ৫২৫ গ্রাম পেস্ট সদৃশ স্বর্ণ, ২৩২ গ্রামের দুইটি স্বর্ণ বার ও ৯৮ গ্রামের বিভিন্ন ধরনের অলংকার জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫৯ লাখ ৮৫ হাজার টাকা। উভয় ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!