খুলনা, বাংলাদেশ | ২৭ আশ্বিন, ১৪৩১ | ১২ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১৫
  ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু
  এমন রাষ্ট্র গঠন করতে চাই যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায়, ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা-বিপণনে ২২ দিনের নিষেধাজ্ঞা

শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে খুবির ১৫ ব্যাচের শিক্ষার্থী পপিকে হত্যার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এনভারমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ১৫ ব্যাচের শিক্ষার্থী সাবিকুন্নাহার পপিকে শাশুড়ি ও স্বামী কর্তৃক শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুবির শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ শুক্রবার (৩০ আগস্ট) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তরা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভারমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ১৫ ব্যাচের মেধাবী শিক্ষার্থী এবং ফার্মেসি ডিসিপ্লিনের সহকারী অধ্যপকের ছোট বোন পাঁচ মাস বয়সী কন্যা সন্তানের জননী সাবিকুন্নাহার পপিকে শাশুড়ি ও জামাই কর্তৃক শারীরিক নির্যাতনের মাধ্যমে নৃসংশ ভাবে হত্যা করা হয়েছে। বক্তারা বলেন এরকম যেন পপির মতো আর কোন ছাত্রী, নারী, মা, বোনকে ভবিষ্যতে জীবন দিতে না হয়। এজন্য সমাজের সকল মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জাননো হয়। তাই বিষয়টির দ্রুত সঠিক তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, ছাত্র, ছাত্রী এবং তার পরিবারের সদস্যসহ অন্যান্যরা অংশ নেন। এর আগে গত ২৮ আগস্ট টাংগাইলে স্বামীর বাসা থেকে পপির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান বক্তারা।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!