খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

শার্শা সীমান্তে পিস্তল-ম্যাগজিন ও ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শা উপজেলার সীমান্ত থেকে নাইম এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোরে সীমান্তবর্তী গোগা গ্রামের একটি মাঠ থেকে এ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের সুবেদার সালে আহমেদ জানান, বিজিবি কমান্ডার হাবিলদার দবির উদ্দিনের নেতৃত্বে সীমান্তে ১৭/৭এস ৪৪ আর পিলার হতে ১৫শ’ গজ দেশের অভ্যন্তরে কালিয়ানী মাঠ থেকে ১টি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ২০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা এ অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায় বলে তারা ধারণা করেছে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মনজুর-ই-এলাহি বলেন, সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি, ম্যাগজিন ও ফেনসিডিল শার্শা থানায় জমা এবং অস্ত্র আইনে মামলা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!