খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার)
  সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও দুই দিনের রিমান্ডে
  খুলনাসহ ৫ বিভাগে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস

শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ, দুপুরে করোনামুক্তির প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ। সন্ধ্যায় দেবীর বিহিত পূজা অনুষ্ঠিত হবে। মহাসপ্তমীর সকালে চক্ষুদানের মধ্য দিয়ে ‘প্রাণ প্রতিষ্ঠা’ হবে ত্রিনয়নী দেবীর প্রতিমায়। সপ্তমী তিথিতে দেবীর নব পত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পরম্ভ ও সপ্তমী বিহিত পূজা হয়। প্রকৃতির বিভিন্ন সৃষ্টির মধ্য নয়টি গাছের ফুল, ফল, পাতায় পূজিত হবেন দেবী উমা। এরপর কল্পনার মধ্য দিয়ে দশভূজা দেবীকে মনের আসনে বসানো হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ৮টায় নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা শুরু হলো। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেয়। তবে করোনা মহামারির কারণে এবার অঞ্জলি দেয়ার ব্যবস্থা করা হয়েছে সরাসরি টেলিভিশনে এবং ফেসবুকে। ভক্তদের বাসায় বসেই অঞ্জলি দেয়ার আহবান জানায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। তাছাড়া মহাসপ্তমীর দিন দুপুর ১২টা ১ মিনিটে করোনা মুক্তি এবং দেশ-জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করার নির্দেশনা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) মহাঅষ্টমী পূজা, সেদিন হবে সন্ধিপূজা। এদিন রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবার তা হচ্ছে না। রবিবার (২৫ অক্টোবর) সকালে বিহিত পূজার মাধ্যমে হবে মহানবমী পূজা। আর সোমবার (২৬ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

 

 

খুলনা গেজেট/এআইএন

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!