নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম। তিনি বলেন, আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মামলাটি থানায় রুজু করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মিজানের ভাই লিটন মিয়া বাদী হয়ে গত ৬ মার্চ নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন। শুনানি শেষে গত ৯ মার্চ আদালত আবেদনটি মামলা হিসেবে রুজু করতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দেন।
মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা সহ ৪৪ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় আরও ২ থেকে তিনশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বাদীর ভাই আহত মিজান গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় অবস্থান নেয়। এসময় আসামিরা মিজানসহ আন্দোলনে অংশগ্রহণকারীদের হত্যার উদ্দেশ্যে গুলি করলে মিজান বাম পায়ে গুলিবিদ্ধ হয়।
খুলনা গেজেট/এনএম