ঢাকা টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জাকির হাসান (১) ব্যর্থ হয়ে ফিরে যান। এরপর তিনে নামা নাজমুল শান্তর দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। দারুণ ফিফটি করে খেলছেন মাহমুদুল জয়ও। বড় রানের পথে আছে স্বাগতিকরা।
বাংলাদেশ ৩৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮৮ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা জয় ১২০ বলে ৬৩ রানে খেলছেন। আটটি চার মেরেছেন তিনি। নাজমুল শান্ত ১২১ বলে ১০৪ রানে খেলছেন। তার ব্যাট থেকে ১৯টি চারের শট এসেছে।
আট বছর পর জুনে ঘরের মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ। বৃষ্টির মৌসুম হওয়ায় এই সময় দেশে বাংলাদেশের খেলা থাকে কম। ঢাকা টেস্টেও আছে বৃষ্টির সম্ভাবনা।
মিরপুরের উইকেট স্পিন সহায়ক বলেই পরিচিত। তবে এবার ঘাসের বেশ উপস্থিতি আছে বলে জানা গেছে। সবুজ উইকেট বিবেচনায় তামিম ও সাকিবহীন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানরা।
তামিমের জায়গায় খেলছেন তরুণ ব্যাটার মাহমুদুল জয়। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন আরও দুই পেসার। তারা হলেন-শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
আফগানিস্তানের একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদি, নাসির জামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), করিম জানাত, আমির হামজা, নিজাত মাসুদ, জাহির খান, ইয়ামিন আহমেদজাই।
খুলনা গেজেট/এনএম