প্রথম ওভারে টিম সাউদিকে ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন রনি তালুকদার। পরের ওভারেও আগ্রাসি ছিলেন তিনি, তবে বেশিক্ষণ টিকতে পারলেন না। অ্যাডাম মিলনেক মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে কাভারের ভিতরেই বল তুলে দেন রনি। এর পর আসেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। আউট হন ১৯ রানে। বেশ ভালো ভাবে শুরু করেন সৌম্য সরকার কিন্তু স্থায়ী হতে পারেননি। তিনিও ফিরেছেন সাজঘরে। তার সংগ্রহ ছিল ১৫ বলে ২২ রান।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৩ রান। ব্যাটে আছেন লিটন দাস ও তৌহিদ হৃদয়।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ১৩৪ রানে আটকে রেখেছে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের লক্ষ্য ১৩৫ রান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। এছাড়া মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদি নেন দুটো করে উইকেট। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন জিমি নিশাম।
খুলনা গেজেট/এনএম