খুলনা, বাংলাদেশ | ২৮ ভাদ্র, ১৪৩১ | ১২ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  সবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

শহীদ মিনার জনসমুদ্র

গেজেট ডেস্ক

মিছিল আসছে তো আসছেই। এর যেন শেষ নেই। লোকে লোকারণ্য হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। স্লোগানে স্লোগানে উত্তাল। শুক্রবার বেলা তিনটার দ্রোহ যাত্রা পরিণত হয়েছে জনসমুদ্রে। যাতে যোগ দিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মীসহ আপামর জনতা।

গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে একত্র হন তারা। এরপর মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে, টিএসসি থেকে শহীদ মিনারে এসে জড়ো হন। বর্তমানে স্লোগানে স্লোগানে উত্তাল শহীদ মিনার।

জমায়েত থেকে আগামী রোববার প্রেস ক্লাবের সামনে ফের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এর আগে ঘোষিত ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।

শহীদ মিনারের বিশাল জমায়েতে ইতোমধ্যে অসংখ্য শিক্ষার্থী ও নানান শ্রেণিপেশার মানুষ যোগ দিয়েছেন। ক্রমেই বাড়ছে স্লোগানের জোর। বৃষ্টি উপেক্ষা করেই চলছে এ আন্দোলন।

বৃহস্পতিবার (১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের প্রেরিত এক বার্তায় শুক্রবার সারা দেশে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে নতুন কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়। বার্তায় বলা হয়, “আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তিস্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কী অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? কী অপরাধে শত শত ভাইদের হত্যা করা হলো? আমরা এর জবাব জানি না।

কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলনকে থামাব না। জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সকলের স্মরণে শুক্রবার দেশব্যাপী ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করছি।”

নির্বিচারে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার (২ আগস্ট) মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির ও গির্জাসহ সকল উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করতে বলা হয়। একই সঙ্গে শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী, আলেম-ওলামাসহ বাংলাদেশের সব স্তরের নাগরিকদের প্রতি ঘোষিত কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করার আহ্বান জানানো হয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!