সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকালের শরীয়তপুর প্রতিনিধি সোহাগ খান সুজনের ওপর হাতুড়ি নিয়ে হামলা চালানো হয়েছে। এ সময় তাকে বাঁচাতে এলে আরও তিন সাংবাদিক আহত হন।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন- নিউজ২৪ টেলিভিশনের শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ।
স্থানীয়রা জানায়, ২৮ জানুয়ারি দুপুরে এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে দেন শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস। এ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। তবে ওই চিকিৎসকের পক্ষে সাফাই গেয়ে সংবাদ প্রকাশ করে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয়দানকারী নুরুজ্জামান শেখ।
বিষয়টি নিয়ে গতকাল দুপুরে নুরুজ্জামানের সঙ্গে সুজনসহ বেশ কয়েকজন সাংবাদিকের বাকবিতণ্ডা হয়। এরই জেরে দুপুরে অফিসে যাওয়ার পথে হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে সুজনের ওপর হামলা চালান নুরুজ্জামান, তার ভাই শামীমসহ আরও ১০-১২ জন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসেন ওই তিন সাংবাদিক। পরে তাদের ওপরও হামলা চালান তারা।
আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। গুরুতর হওয়ায় সুজনকে ভর্তি করা হয়েছে। আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শরীয়তপুর পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, হামলা ঘটনা শুনে আহতদের দেখতে গিয়েছি হাসপাতালে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/ টিএ