খুলনা, বাংলাদেশ | ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান
  জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শরীফ হাসান লিমন খুবি শিক্ষক সমিতির সভাপতি, তরুণ কান্তি সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচনে প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন সভাপতি ও প্রফেসর ড. তরুণ কান্তি বোস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ৩৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে একটি ভোট বাতিল হওয়ায় ৩৮০ জনের ভোট বৈধতা পায়। নির্বাচন শেষে রাত সাড়ে ৮টায় ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত ফলাফল অনুযায়ী এবারের নির্বাচনে ২১৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান পেয়েছেন ১৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. তরুণ কান্তি বোস ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রফেসর ড. আশীষ কুমার দাস পেয়েছেন ১৫১ ভোট।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ, যুগ্ম সম্পাদক প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ হাসান হাওলাদার, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক ড. তানভীর আহমেদ সোহেল, প্রকাশনা সম্পাদক প্রফেসর ড. মোঃ লিফাত রাহী, নির্বাহী সদস্য প্রফেসর ড. লস্কর এরশাদ আলী, মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী, মাহফুজা খাতুন, প্রফেসর ড. অনুপম কুমার বৈরাগী, ড. মোঃ তরিকুল ইসলাম ও মোঃ শরিফুল ইসলাম।

এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, প্রফেসর ড. মোঃ সফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোঃ মোর্ত্তূজা আহমেদ ও সহকারী অধ্যাপক পুণম চক্রবর্তী।

উপাচার্যের অভিনন্দন

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০২২ এ নবনির্বাচিত সভাপতি প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. তরুণ কান্তি বোসসহ নির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে নানামুখী যে উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হচ্ছে এ বিষয়ে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটি সার্বিক সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই কমিটির কর্মমেয়াদের সাফল্য কামনা করেন। একই সাথে তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান।

উপ-উপাচার্যের অভিনন্দন

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন-২০২২ এ নবনির্বাচিত সভাপতি প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোসসহ নির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

এক অভিনন্দন বার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বিশ্ববিদ্যালয়ের অভীষ্ট লক্ষ্য অর্জনে সমিতি সহায়তামূলক ভূমিকা রাখবে। তিনি শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বকালের সাফল্য কামনা করেন।

 

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!