খুলনা, বাংলাদেশ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত-পাকিস্তান সংঘাত চায় না বাংলাদেশ, আলোচনার মাধ্যমে সমাধানের আহবান
  বাংলাদেশি আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
  কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে গাড়িচাপায় নিহত ৯
  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

শরীফ শফিকুল হামিদ চন্দন স্মরণে নাগরিক শোকসভা

নিজস্ব প্রতিবেদক

খুলনার ৭০’র দশকের ছাত্রনেতা, বিএল কলেজের সাবেক জিএস, রাজনৈতিক ব্যক্তিত্ব, পরিবেশ ও মানবাধিকার সংগঠক, সাবেক কেসিসি কাউন্সিলর, খুলনা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শরীফ শফিকুল হামিদ চন্দনের নাগরিক শোকসভা শনিবার বিকেলে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

নাগরিক শোকসভা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এস এম ইকবাল হোসেন বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেনÑখুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইমাম, এম ডি এ বাবুল রানা, নূর ইসলাম বন্দ, শেখ আশরাফ-উজ-জামান, শেখ মোহাম্মদ আলী, এম এ কাশেম, মোঃ রফিকুল হক খোকন, শেখ মফিদুল ইসলাম, মোঃ খালিদ হোসেন, এস এম শাহনাজ আলী, এড. গাজী আব্দুল বারী, মাকসুদ আলম খাজা, শাহীন জামাল পন, এস এম মারুফ হোসেন, দেলোয়র উদ্দিন দিলু, মিজানুর রহমান বাবু, অধ্যক্ষ চৌধুরী মাহবুবুল হক, চৌধুরী হাবিবুর রহমান, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, শেখ দিদারুল আলম, ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, এস এম সোহরাব হোসেন, আফজাল হোসেন রাজু, মাস্টার মনিরুল ইসলাম, মহেন্দ্র নাথ সেন, আবু আসলাম বাবু, আব্দুল্লাহ চৌধুরী, মোঃ হায়দার আলী, ইসরাত আরা হিরা, এড. মফিজ উদ্দিন আহমেদ, শেখ আইনুল হক, প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক অর্থ বরাদ্দ দিচ্ছেন। এক সময় অবহেলিত খুলনা অঞ্চলের উন্নয়নের জন্য আন্দোলন সংগ্রাম করতে হতো। এ সকল আন্দোলনে চন্দন ছিলেন প্রথম সারিতে। প্রয়াত চন্দনের নামে খুলনা একটি সড়ক অথবা স্থাপনা নামকরণে সিটি কর্পোরেশন বিশেষভাবে বিবেচনা করবে। সূত্র : প্রেস রিলিজ।

খুলনা গেজেট/এমএইচবি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!