খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

শরণখোলা উপ-নির্বাচনে ভোট গ্রহন চলছে শান্তিপূর্ণভাবে

বাগেরহাট প্রতিনিধি

শান্তিপূর্ণভাবে বাগেরহাটের শরণখোলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহন চলছে। উপজেলার চারটি ইউনিয়নের ৩৩টি কেন্দ্রে ভোটার উপস্থিতি ভাল রয়েছে। দুপুর পর্যন্ত সব মিলিয়ে ৫০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন শরণখোলা উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকার।

দুপুর পর্যন্ত কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বেশিরভাগ কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী মাঃ মতিয়ার রহমান খান ধানের শীষ এবং জাতীয় পার্টি প্রার্থী এ্যাডঃ শহিদুল ইসলামের কোন এজেন্ট দেখা যায়নি।

এজেন্ট না থাকার কারণ সম্পর্কে বিএনপি প্রার্থী মোঃ মতিয়ার রহমান খান বলেন, প্রতিপক্ষের বাধাঁর কারণে কয়েক কেন্দ্রে এজেন্ট দিতে পারিনি। শেষ পর্যন্ত নির্বাচনে থাকব আমরা।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত জানান, নেতা-কর্মীদের শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থী যাকে নির্বাচিত করবে আমি তাকে মেনে নিব।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ জানান, সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। দুপুর পর্যন্ত প্রায় ৪৫ শতাংশ ভোট পড়েছে। এ পর্যন্ত কোন প্রার্থীও তেমন কোন অভিযোগ করেনি। আশা করা যায় শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে থেকে শরণখোলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ভোট গ্রহন চলছে। বিরতিহীন ভাবে বিকেল ৫টা পযর্নন্ত ভোট গ্রহন চলবে।

নির্বাচনে উপজেলার ৩৩ টি কেন্দ্রে ৮৯ হাজার ৩৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ৪৪ হাজার ৬০২ জন পূরুষ ও ৪৪ হাজার ৭৩৫ জন নারী ভোটার রয়েছে।

খুললনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!