খুলনা, বাংলাদেশ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সংবিধানের পঞ্চদশ সংশোধনী : রায় কবে জানা যাবে আজ

শতো আকুলতা! আমার ফরিয়াদ

আবদুস সালাম খান পাঠান

১.
সদা, সজাগ-হৃদয়ের আকুল প্রার্থনা আমার, দুনিয়া জাহানে।
‘প্রভু দয়াময়, অসীম শক্তি সাহস-যোগাও মনে,
-পুণ্যময় সুখী জীবন গড়তে; নবীজির (সা:) সুন্দর আদর্শ, ও
সুন্নাহ পালনে।’
‘শতো আশা নিয়ে বেঁচে আছি আমি, সেদিন
যেনো পাই, স্থান সবুজ গালিচা পাতা, সুন্দর মখমলে-
সুরম্য প্রাসাদে হেলানে, পরকালে,-বেহেস্ত কাননে।’
প্রকৃতি সৌন্দর্য মহিমায় সদা রয় প্রফুল্ল মন ভালোবাসার
আবেশ, তারকালোক দু’নয়নে।

আকুল ফরিয়াদ আমার সালাতের ধ্যানে, অশ্রুজলে
ভিজে, খুঁজি তোমায় প্রভু; আমার প্রার্থনায়, মুনাজাতে
কায়োমনে, দিবা-নিশি পুন্য-উপাসনে।
ইবাদত বন্দেগী কবুল করো আমার, প্রভু হে
প্রজ্ঞাময় মহান, দূর করো সকল বাঁধা, বিপদ
আপদ-, যাতনা-বিষাদ, তোমার মহত্ব ও ক্ষমা
-গুনে।

তৌফিক দাও খোদা, সকল নেক কাজে, এগিয়ে যেতে,
-সফলতা দাও, প্রভু, সকল কাজে ! নিবিষ্ট মনে
থাকতে দাও ঈমানের জোরে দেহ-হৃদে শক্ত বলেতে।
যেনো থাকতে পারি সদা, পূত পবিত্র মনে, যেতে চাই
-আলোর পথে, সুখ সন্নিধানে, অজস্র –
বাসনা মনে।

২.
এ জীবন প্রবাহে, নবীজির (সা:) শাফায়াত কামনা
আমার, পুলসিরাত যেনো পার হতে পারি
নির্ভয় মনে, পারলৌকিক জীবনে।
অনাড়ম্বর জীবনে- সুখে রাখো সদা, অহংকার
-বর্জিত হৃদয়ের শুভ্রতায় – রোগমুক্ত জীবনে।
-বিলাও ফুলের ঘ্রান, রহমত, বরকতে।
-সংসারের মায়ায় থাকি যেনো সকলের ভ্রাতৃত্ব বন্ধনে।
নিষ্পাপ হৃদয়ে গড়ে উঠুক পুন্য ফসল ঘরে
-ইসলামী জিন্দেগীর লালন উজ্জ্বল কিরণে।

প্রভু, আকুল ফরিয়াদ আমার, তোমার সনে,
-শতো ভুলের ক্ষমা করো, আমার
তওবা – কবুল ও গ্রহণে।
সকল নিয়ামতের শুকরিয়া জানাই এ
পার্থিবে, নির্ধারিত ক্ষণিক জীবনে।
নামাজ, রোজা, হজ্জ্ব, যাকাত কবুল
করো, সহজ সরল, সত্যজীবনে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!