খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

শতাব্দী সেরা রোনাল্ডো

ক্রীড়া ডেস্ক

২০২০ সালটা নিজের করে নিয়েছেন পর্তুগালের জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ড। বছরের পুরস্কারগুলো সব নিজের করে নিয়েছেন।

কদিন আগে লিওনেল মেসি, রবার্ট লেওয়ানডস্কির মতো তারকাদের পেছনে ফেলে ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ জিতে নেন রোনাল্ডো।

এবারও চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে পেছনে ফেললেন তিনি। শতাব্দী সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে মুকুটে আরও একটি পালক যোগ করলেন পর্তুগিজ উইঙ্গার।

রোববার দুবাইতে আরমানি হোটেলে এক অনুষ্ঠানে ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’ পুরস্কার দেয়া হয় রোনাল্ডোকে। সেখানে শতাব্দীর সেরা কোচের পুরস্কারটি নেন পেপ গার্দিওলা।

রোববার গ্লোব সকার অ্যাওয়ার্ড নিজেদের অফিসিয়াল টুইটার পেজে পুরস্কার হাতে রোনাল্ডোর একটি ছবি পোস্ট করেছে।

ক্যাপশনে লিখেছে– ‘২০০১-২০২০ শতাব্দী সেরা গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজকের উৎসবে রোনাল্ডোর হাতে দুবাই স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান এইচ এইচ শেখ মনসুন বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এ পুরস্কার তুলে দেন।’

পুরস্কার হাতে নিয়ে এর প্রতিক্রিয়ায় রোনাল্ডো বলেন, ‘এই পুরস্কার জেতার আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। ফুটবলে বছর ধরে শীর্ষে থাকা সহজ নয়। আমি সত্যিই গর্বিত। তবে আমার দল, সেরা কোচ ও ক্লাব না হলে এটি সম্ভব হতো না।’

এ ছাড়া নিজের অফিসিয়াল টুইটারে পুরস্কারপ্রাপ্তির অনুভূতির কথা জানিয়েছেন ভক্ত-অনুরাগীদের।

তিনি লিখেছেন– ‘আজকের রাতের এই পুরস্কারে কি আনন্দিত হব না! পেশাদার ফুটবলার হিসেবে আমি নিজের ২০তম বছর উদযাপন করছি, গ্লোব সকারের শতাব্দীর সেরা স্বীকৃতি খুব আনন্দ ও গর্বের সঙ্গে গ্রহণ করেছি।’

পাঁচবারের ব্যালন ডি’অর জিতেছেন রোনাল্ডো। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে ঘরোয়া লিগ জিতেছেন। ২০১৬ সালে পর্তুগালকে ইউরো কাপ জিতিয়েছেন।

এসব অজর্ন বিচারে শতাব্দীর সেরা হয়েছেন রোনাল্ডো।

তথ্যসূত্র: টুইটার

 

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!