খুলনা, বাংলাদেশ | ২২ আশ্বিন, ১৪৩১ | ৭ অক্টোবর, ২০২৪

Breaking News

  সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান গ্রেপ্তার
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২২৫
  পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলমের নিয়োগ বা‌তিল : পররাষ্ট্র মন্ত্রণালয়
  সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শচীনের গাড়ি বিলাস

বিনোদন ডেস্ক

‘ক্রিকেট ঈশ্বর’ খ্যাত ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। টেস্ট এবং এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। মাঠ কাঁপানো ক্রিকেটার গ্যারেজ ও সমৃদ্ধ ফেরারি থেকে পোরশের মতো বিলাসবহুল গাড়িতে। কী কী গাড়ি আছে এই মাস্টার-ব্লাস্টারের সংগ্রহে তাই নিয়ে আজকের আয়োজন।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় শচীন টেন্ডুলকারের প্রথম গাড়ি ছিল মারুতি ৮০০। মাত্র ১৭ বছর বয়সে কিনেছিলেন এ গাড়ি। বিলাসবহুল স্পোর্টস কারের ভিড়ে এখনো নিজের কেনা প্রথম গাড়িটি যত্ন সহকারে রেখে দিয়েছেন শচীন। বিএমডব্লিউর একাধিক লাক্সারি গাড়ি রয়েছে শচীনের গ্যারেজে। ১.৭৫ কোটি রুপির বিএমডব্লিউ এম৬ গ্রান কুপ। ২.২৯ কোটি রুপির বিএমডব্লিউ আই৮। বিএমডব্লিউ এক্স৫ এম এবং বিএমডব্লিউ ৫ সিরিজ ও ৭ সিরিজ।

সম্প্রতি এ সুপারফাস্ট স্পোর্টস গাড়িটি কিনেছেন শচীন টেন্ডুলকার। ভারতে পোরশের সবচেয়ে দামি গাড়ি এটি। গাড়িটির গতি ০ থেকে ১০০ কিলোমিটার হতে সময় লাগে মাত্র ২.৭ সেকেন্ড। পোরশে ৯১১ টার্বো এস এর দাম ৩.১৩ কোটি রুপি (এক্স-শোরুম)। বিশ্ববাজারে এ গাড়িটির মাত্র কয়েকটি ইউনিটই বিক্রি হয়। ২০০২ সালে ফিয়াতের পক্ষ থেকে ফেরারি মডেনা ৩৬০ উপহার দেওয়া হয়েছিল শচীনকে।

তার হাতে গাড়ির চাবি তুলে দিয়েছিলেন স্বয়ং ফেরারি ফর্মুলা ওয়ান কিংবদন্তি ড্রাইভার মাইকেল শুমাখার। নিসান জিটি-আর ইগোইস্ট এডিশনের মাত্র ৪৩টি ইউনিট রয়েছে পৃথিবীতে। আর ভারতে শুধু ১টি যার মালিক শচীন টেন্ডুলকার। ফেরারি মডেনা ৩৬০ বিক্রি করে এ গাড়ি কিনেছিলেন তিনি, যার দাম ২.১২ কোটি রুপি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!