খুলনা, বাংলাদেশ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত-পাকিস্তান সংঘাত চায় না বাংলাদেশ, আলোচনার মাধ্যমে সমাধানের আহবান
  বাংলাদেশি আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
  কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে গাড়িচাপায় নিহত ৯
  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি
মেয়াদ শেষ হলেও ৯০ শতাংশ কাজ হয়নি

লোহাগড়ায় মধুমতি নদীতে বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদ

লোহাগড়া প্রতিনিধি

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শিয়রবর এলাকায় মধুমতি নদী শাসনে বাঁধ নির্মাণে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলতি আর অনিয়মের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। শনিবার (১৯ মার্চ) শিয়রবর বাজার এলাকায় নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ২০২০ সালে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর বাজার এলাকায় মধুমতি নদীর তীরে ভাঙন রোধে ৪ শ’ মিটার স্থায়ী নদীর তীর প্রতিরক্ষা কাজের জন্য ৯ কোটি ২ লাখ টাকা বরাদ্দ দেয় পানি উন্নয়ন বোর্ড। টেন্ডারের মাধ্যমে ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডাস লিঃ এবং বি.জে জিও টেক্সাইল লিঃ জেবি ঠিকাদারী প্রতিষ্ঠান ২০২০ সালের ২১ সেপ্টেম্বর এর কার্যাদেশ পান এবং ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা।

কিন্তু সরেজমিনে দেখা গেছে, ঠিকাদার নদীর ভাঙন রক্ষার জন্য প্রাথমিকভাবে কিছু বালুভর্তি জিও ব্যাগ ফেলে রেখেছে এবং নদীর পড়ে ব্লক তৈরি করে রেখেছে যা এখনও ভাঙন রক্ষার জন্য নদীর তীরে ফেলা হয়নি। কাজের মেয়াদ শেষ হলেও মাত্র ১০ শতাংশ কাজ করা হয়েছে। আর ৯০ শতাশং কাজ এখনও বাকী রয়েছে। নিয়মমাফিক দ্রুত কাজ করার দাবি জানিয়ে শনিবার (১৯ মার্চ) ভাঙ্গন কবলিত এলাকায় এলাকাবাসী মানববন্ধন করেন।

এ সময় বক্তব্য রাখেন নদী রক্ষা কমিটির আহ্বায়ক ও শিয়রবর আজিজ আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আশরাফ আলী, আনিচুর রহমান ধলু, আবুল হাসান, মেহেদী হাসান, রোবায়েত মোল্যা, এখলাচুর রহমান প্রমুখ।

কাজের সাইড ঠিকাদার জানান, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সময়মত কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে কর্তৃপক্ষের সাথে চুক্তির মেয়াদকাল বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।

এ ব্যাপারে নড়াইল পানি উন্নয়ন বের্ডের নির্বাহী কর্মকর্তা উজ্বল সেন বলেন, কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে বারবার তাগিদ দেয়া হচ্ছে। বাকি কাজ শেষ করার জন্য আরও ১ বছর কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!