খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

লোহাগড়ার ইউপি গেট বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন রাজুপুর গ্রামের বাসিন্দারা

লোহাগড়া প্রতিনিধি

লোহাগড়া উপজেলা পরিষদ কর্তৃপক্ষ একটি গেট বন্ধ করে রাখায় নড়াইলের লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন যাবত যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন।

অভিযোগে জানা গেছে, রাজুপুর গ্রামটি উপজেলা পরিষদ সংলগ্ন। মূল ভবনের দক্ষিণে উপজেলা পরিষদের মাঝ দিয়ে (মসজিদের সামনে দিয়ে) একটি পাঁকা রাস্তা রাজুপুর গ্রামের মধ্যে প্রবেশ করেছে। ওই রাস্তা দিয়ে গ্রামের মানুষের যাতায়াতসহ পণ্যবহন করে থাকে। এই পথ দিয়েই শত শত শিক্ষার্থী স্কুল,কলেজ মাদ্রাসায় যাতায়াত করে। রাজুপুর গ্রাম থেকে রাস্তাটি শুরু হয়ে উপজেলা পরিষদের মধ্যদিয়ে নড়াইল-লক্ষীপাশা সড়কে উঠেছে। এখানেই লক্ষীপাশা বাজার ও বাসস্ট্যান্ড।

কয়েকবছর পূর্বে উপজেলা পরিষদের চারপাশে সীমানা প্রাচীর দেয়। নড়াইল-লক্ষীপাশা সড়কের সামনে প্রাচীরের প্রধান ফটক(উত্তরে), লক্ষীপাশা- মহাজন সড়কের সামনে দ্বিতীয় ফটক (পূর্বে) এবং উপজেলা পরিষদ ভবনের পেছনে (দক্ষিণে) তৃতীয় ফটক বা দরজা। প্রধান ফটক দিয়ে ঢুকে রাজুপুর গ্রামের বাসিন্দারা পরিষদের মাঝ দিয়ে যাওয়া রাস্তা বেয়ে গ্রামে প্রবেশ করে।

গত ৪-৫ বছর আগে উপজেলা পরিষদ ভবনের পেছনে (দক্ষিণে) তৃতীয় ফটক বা দরজার একাংশ বন্ধ করে দেয়া হয়েছে। ওই গেট দিয়ে মানুষ চলাচল করলেও কোন যানবাহন পার হতে পারছে না। ফলে গ্রামের মানুষ পণ্য পরিহনে সমস্যার সম্মুখীন হচ্ছে।

রাজুপুর গ্রামের সরদার তুহিন, শেখ মনজুর আহম্মেদ, রওশন আরা সহ অন্যরা জানায়, ব্রিটিশ আমল থেকেই উপজেলা পরিষদের মধ্যদিয়ে রাজুপুর গ্রামে প্রবেশের জন্য হালট বা রাস্তা ছিল। বর্তমান হাল রেকর্ডেও সেই হালট বা রাস্তা রয়েছে। কিন্তু অদৃশ্য কারনে রাস্তা বন্ধ করায় গ্রামবাসীরা দুর্ভোগ পোহাচ্ছে। গ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ গেট খুলে দেবার দাবি জানিয়েছেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!