খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২০১৮’র রাতের ভোটের দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
  শেখ হাসিনাসহ তিনজনের পক্ষে অভিযোগ গঠনে সময় আবেদন, পরবর্তী শুনানি ৭ জুলাই

লিডের পর মুমিনুলকে ফেরালেন বোল্ট

ক্রীড়া প্রতিবেদক

অসাধারণ এক জুটিতে নিউ জিল্যান্ডের বোলিংয়ের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন মুমিনুল হক ও লিটন দাশ। তাদের চোয়ালবদ্ধ ব্যাটিং, দৃঢ়চেতা মনোভাব ও আত্মবিশ্বাসে নূন্যতম চিড় ধরাতে পারেনি কিউই পেস চতুষ্টয়। বাংলাদেশকে লিড এনে দেওয়ার পাশাপাশি স্কোরবোর্ড এগিয়ে নিচ্ছিলেন তারা।

দীর্ঘ অপেক্ষার পর এই দেয়াল ভাঙলেন ট্রেন্ট বোল্ট। বাঁহাতি পেসারের ভেতরে ঢোকানো বলে ব্যাট নিতে পারেননি মুমিনুল। সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থাকতে টেস্ট অধিনায়ক এলবিডব্লিউ হন। রিভিউ নিয়েছিলেন। কিন্তু তাতেও কাজ হয়নি। অসাধারণ ইনিংসের শেষ হয় সেখানেই।

স্কোর: বাংলাদেশ ৩৬৩/৫ (ওভার ১৪৩) ব্যাটিং: লিটন ৭৯, ইয়াসির ০।

লিড: ৩৫ রান

নিউজিল্যান্ড: ৩২৮/১০ (প্রথম ইনিংস)

পঞ্চম উইকেটে ৩১৭ বলে ১৫৮ রানের জুটি গড়েন মুমিনুল ও লিটন। ক্যারিয়ারের সবচেয়ে ধীর গতির ইনিংস খেলে মুমিনুল ফেরেন সাজঘরে। ২৪৪ বলে সাজান ৮৮ রানের ইনিংসটি। যেখানে বাউন্ডারি মেরেছেন মাত্র ১২টি।

এশিয়ার বাইরে প্রথমবার লিড পেল বাংলাদেশ

লিটন ও মুমিনুলের দৃঢ়তায় প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ। নিউ জিল্যান্ডের করা ৩২৮ রান ছাড়িয়ে গেল অতিথিরা। এশিয়ার বাইরে প্রথমবার প্রথম ইনিংসে পরে ব্যাটিং করে লিড পেল বাংলাদেশ। মুমিনুলের চোয়ালবদ্ধ ব্যাটিং ও লিটনের ধ্রুপদী ইনিংসে অতি সহজেই বাংলাদেশ লিড গেল। এবার শুধু এগিয়ে যাওয়ার পালা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!