খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

লিটন বাদ, তৃতীয় ওয়ানডেতে দলে জাকের আলী

ক্রীড়া প্রতিবেদক

নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন কুমার দাস। ছন্দ হারানো টাইগার ওপেনার বাংলাদেশের শেষ দুই ম্যাচে খুলতে পারেননি রানের খাতা। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাদ দেয়া হয়েছে লিটনকে। তার জায়গায় স্কোয়াডে নেয়া হয়েছে জাকের আলীকে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের প্রথম বলেই আউট হন লিটন দাস। দ্বিতীয় ম্যাচে তিন বল খেলেও খুলতে পারেননি রানের খাতা। সবমিলিয়ে বাংলাদেশের শেষ ৫ ম্যাচে লিটন ডাক মেরেছেন তিনবার। দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু একবার। শনিবার(১৬মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে লিটনকে তৃতীয় ওয়ানডে থেকে বাদ দেয়ার বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন সমতায় রয়েছে। আমরা বিশ্বাস করি, জাকের আলীর অন্তর্ভুক্তি মিডল অর্ডার ব্যাটার বাছাইয়ে সুবিধা দেবে। সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় আমরা এই পরিবর্তনটি বেছে নিয়েছি। স্কোয়াডে থাকা আরো দুই ওপেনারের সক্ষমতা জেনেই এই সিদ্ধান্ত নেয়া।’ তৃতীয় ওয়ানডেতে ওপেনিংয়ে লিটনের বদলি হতে পারেন তানজিম হাসান সাকিব কিংবা এনামুল হক বিজয়।

গত ৪ঠা মার্চ সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি নিজের প্রথম দ্বিপক্ষীয় ম্যাচ খেলেন জাকের আলী। সেই ম্যাচে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে নজর কাড়েন এই উইকেটরক্ষক ব্যাটার। সবশেষ গত ১৪ই মার্চ ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আবাহনী লিমিটেডের হয়ে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জাকের। আগামী ১৮ই মার্চ সকাল ১০টায় চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই ম্যাচ শেষে ১-১’তে সমতা থাকায় কালকের ম্যাচটি সিরিজ নির্ধারণী।

৩য় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহীম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান এবং জাকের আলী।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!