খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, লাইসেন্সবিহীন কোন যানবাহন খুলনা শহরে চলতে দেওয়া হবে না। খুলনা একটি পুরাতন ঐতিহ্যবাহী জেলা। এই জেলা শহরকে সুন্দর ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে হবে। মানুষের প্রত্যাশা যানজটমুক্ত শহর। এই যানজটমুক্ত শহর গড়তে সকলের সচেতনতা ও সহযোগিতা দরকার।
আজ (মঙ্গলবার) সকালে নগর ভবনের জিআইজেড সম্মেলনকক্ষে খুলনার পুলিশ কমিশনার ও প্রতিনিধি দলের সাথে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।
মেয়র আরও বলেন, যারা অবৈধভাবে ফুটপাত দখলে রেখেছেন তাদের নিজের ইচ্ছায় ছেড়ে দিতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি ঘোষণা করেছে। যারা মাদক ক্রয়, বিক্রয় ও সেবন করেন সে যে দলের হউক তাদের ছাড় দেওয়া হবে না। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে শহর ভালো থাকবে এবং শহরের মানুষগুলো ভালো থাকবে।
সভায় অবৈধ বেবি ট্র্যাক্সি, ইজিবাইক, ব্যাটারি চালিত রিক্সা বন্ধ, যানজট নিরসন, অবৈধ প্যানা, পোস্টার, ব্যানার, ফুটপাত দখলমুক্তকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোছা: তাসলিমা খাতুন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, কেসিসির চীফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বারসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
খুলনা গেজেট/ টিএ