পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। মঙ্গলবার গভীর রাতে টোটোটাতে জ্বালানিবাহী ট্রাকটি বিস্ফোরিত হয়। খবর রয়টার্স।
বুধবার দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্যাংকার বিস্ফোরণে বহু মানুষ দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।
আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলের দেশগুলোতে সড়ক দুর্ঘটনায় বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়, যা ইউরোপের চেয়ে গড় তিনগুণ বেশি। দুর্বল সড়ক নিরাপত্তা ও অবকাঠামো এর জন্য দায়ী।
খুলনা গেজেট/এনএম