খুলনা, বাংলাদেশ | ২৮ ভাদ্র, ১৪৩১ | ১২ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  সবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

লন্ড‌নে আজ পাল্টাপাল্টি সমা‌বেশ ডে‌কে‌ছে আ’ লীগ ও বিএন‌পি

গেজেট ডেস্ক

বাংলা‌দে‌শে চলমান প‌রি‌স্থি‌তি‌কে ঘি‌রে যুক্তরা‌জ্যে ফের মু‌খোমু‌খি অবস্থান নি‌য়েছে আওয়ামী লীগ ও বিএন‌পি। লন্ডনে আজ সোমবার (২৯ জুলাই) মাত্র ৫০০ গজ দূরত্বের ব্যবধানে একই দিন একই সময়ে সমাবেশ ডেকেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএনপি।

সোমবার দুপুরে দেশটির পার্লামেন্ট হাউস অব কমন্সের সামনে আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বিএনপি বিক্ষোভ সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে।

এ উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ সাংবা‌দিক‌দের একাংশকে নি‌য়ে সংবাদ সম্মেলন ক‌রে। এতে উপস্থিত ছিলেন দলের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক।

এ‌দি‌কে যুক্তরাজ্য বিএন‌পির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ বলেন, যেকোনো মূ‌ল্যে তারা সোমবা‌রের সমা‌বেশ সফল কর‌বেন।

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ও ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের অবস্থান পাশাপাশি। ওয়েস্ট মিনিস্টার স্টেশন থেকে বের হলেই ডানে ডাউনিং স্ট্রিট আর বামে পার্লামেন্ট।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!