লড়াইটা একা করেছিলেন। শেষ পর্যন্ত পারলেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তাই চতুর্থ দিনে ইনিংস ও ১২ রানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে ক্যারিবীয়রা। হ্যামিলটনে হারের পর ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইইন্ডিজ।
ইনিংস হার এড়াতে চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৮৫ রান, হাতে ছিল চার উইকেট। কিন্তু ৭৩ রান যোগ করেই অলআউট হয় ক্যারিবীয়রা।
জন ক্যাম্পবেল ৬৮, অধিনায়ক জেসন হোল্ডার ৬১ ও জোসুয়া ডি সিলভা ৫৭ রান করেন। কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট ও নিল ওয়াগনার তিনটি করে উইকেট পান।
টসে হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪৬০ রান করে। হেনরি নিকোলাস ১৭৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। ওয়াগনার করেন অপরাজিত ৬৬ রান। প্রথম ইনিংসে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর আর কখনো মনে হয়নি এই ম্যাচ ক্যারিবীয়রা বাঁচাতে পারেন। শেষ পর্যন্ত তাই হয়েছে।