ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রোড রোলারচাপায় তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ যাত্রী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ত্রিমোহনী-পাগলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের সহর আলী ব্যাপারীর ছেলে আমির উদ্দিন (৫৫), তার ছোটভাই কফিল উদ্দিন (৪৬) ও একই গ্রামের নায়েব আলী (৭০)। আহতদের ময়মনসিংহ ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত কফিল উদ্দিনের স্বজন সুমন জানান, ত্রিমোহনী-পাগলা সড়কের আহলিয়ারটেক নামক স্থানে সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোড রোলারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে রোলারচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নায়েব আলী নিহত হন। গুরুতর আহত অবস্থায় কফিল উদ্দিন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আমির উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান জানান, রোডরোলার ও অটোরিকশা আটক করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএ