ইতালিয়ান সিরি’আ লিগের চলতি আসরের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে জুভেন্টাস। কিন্তু তাদের সেই স্বপ্নে রোববার রাতে ধাক্কা দিয়েছে বেনেভ্যান্ত। পয়েন্ট টেবিলের তলানির দিকের দলটি জুভেন্টাসের মাঠেই তাদের হারিয়ে দিয়েছে।
এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে জুভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে পিছিয়ে আছে ৪ পয়েন্টে। ২৭ ম্যাচ থেকে ইন্টারের সংগ্রহ ৬৫ পয়েন্ট, মিলানের ৫৯ আর জুভেন্টাসের ৫৫।
এই ম্যাচে মাঠে নামার আগে সিরি’আ লিগে টানা ৫ ম্যাচে অপরাজিত ছিল তুরিনের ওল্ড লেডিরা। বেনেভ্যান্তর বিপক্ষেও ভালোই খেলছিল তারা। কিন্তু প্রথমার্ধে জালের নাগায় পায়নি। বিরতির পর ৬৯ মিনিটে অ্যাডলফ গাইস গোল করে এগিয়ে নেন বেনেভ্যান্তকে। এই গোলটি আর শোধ দিতে পারেনি আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা। তাতে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।
এই জয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল বেনেভ্যান্তর জন্য। সেটা যে কেবল জুভেন্টাসকে হারিয়েছে সে জন্য নয়, এই জয়ের মাধ্যমে রেলিগেশন শঙ্কা থেকেও মুক্তি মিলেছে দলটির।
খুলনা গেজেট/কেএম