খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে
রোগী দেখার সিরিয়ালের অনিয়মের প্রতিবাদ

রোগীকে জুতাপেটা করে কান ধরে ওঠ বস করানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সিরিয়াল না মেনে রোগী দেখার প্রতিবাদ করায় এক নারী রোগীকে জুতা দিয়ে পিটিয়ে কান ধরে ওঠবস করিয়েছেন বলে অভিযোগ উঠেছে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনের মালিক ও সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহমেদের বিরুদ্ধে। এছাড়া, মাকে বাঁচাতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন ওই রোগীর মেয়ে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে কাটিয়া আমমতলা মোড়স্থ সরকারি বালক বিদ্যালয়ের পাশে হার্ট ফাউন্ডেশনের মালিক চিকিৎসক ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

মারধরের শিকার নারী বিউটি বেগম (৫৫) সাতক্ষীরার কলারোয়া উপজেলার শাকদাহ এলাকার মোকাজ্জেল হোসেনের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা গেছে, রোগী দেখানোর জন্য গত ৮ নভেম্বর হার্ট ফাউন্ডেশনে সিরিয়াল দেন বিউটি বেগম। পরদিন শনিবার ৯ নভেম্বর দুপুরে চিকিৎসা নিতে সদর হাসপাতালের সামনে অবস্থিত হার্ট ফাউন্ডেশনে গেলে সেখানকার কর্মকর্তারা তাকে চিকিৎসক ফয়সাল আহমেদের বাড়িতে পাঠিয়ে দেন। সেখানে দীর্ঘ সময় সিরিয়াল থাকার পর তিনি দেখেন সিরিয়াল ভেঙে অনিয়ম করে অন্য রোগীদের ডাক্তার দেখানো হচ্ছে। তিনি এই অনিয়মের প্রতিবাদ করায় ডাঃ ফয়সাল ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করেন।

ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, ডাক্তারের চেম্বারে গিয়ে সমস্যার কথা বলার পর চিকিৎসক আমার ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এলোপাতাড়ি কিলঘুষি চড় থাপ্পড় মারতে থাকেন। পরে মাথার চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে পা থেকে জুতা খুলে আমার চোখে, মুখে, কানে ও মাথায় মারেন। এসময় উপস্থিত রোগীদের সামনে আমাকে কান ধরে ওঠবস করান তিনি। এসময় আমার মেয়ে ডাক্তারকে থামাতে গেলে তিনি আমার মেয়ের উপর ক্ষিপ্ত হয়ে তাকেও মারধর করেন। শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটান।

মাকে বাঁচাতে গিয়ে শ্লীলতাহানির শিকার ওই তরুণী বলেন, আমি আম্মুর ওখানে গিয়ে দেখি তাকে চুলের মুঠো ধরে নিচে নামিয়ে ফেলেছে। আমি বাঁচাতে গেলে আমাকেও মারধর করে খারাপ স্পর্শ করেছে। এসময় ডাক্তার আমাকে ও আম্মুকে জুতা দিয়ে পিটিয়েছে। এসময় ডাক্তার আম্মুকে বলছে- তুই এখানে তিনবার সরি বলবি আর কান ধরে ওঠবস করবি। তখন আম্মু বলছে- আমি তো কোনো অন্যায় করিনি তবে কেন সরি বলবো, কান ধরে ওঠবস করবো। এ কথা বললেই আবার আম্মুকে জুতা দিয়ে মুখে বাড়ি মারেন ডাঃ ফয়সাল। এসময় ডাক্তার লাথি মেরে বলে- এই ভিখারি বাচ্চারে এখান থেকে সরা। ঘাড় ধরে এখান থেকে বের করে দে।

তিনি আরও বলেন, এ সময় আমি ফোনে ভিডিও করলে আমার ফোন কেড়ে নিয়ে রিসেট দিয়ে দেয়। পরে আমার মুখের উপর ফোন ছুড়ে মারে। ডাক্তারের নির্দেশে আল আমিন নামে এক কর্মচারী আমাদের গলা টিপে ধরে তাড়িয়ে দেন। এ নিয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছি।

এবিষয় জানার জন্য হার্ট ফাউন্ডেশনের মালিক ডা. ফয়সাল আহমেদকে একাধিকবার কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

সাতক্ষীরা সদর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। রোগীর স্বজনরা নাকি মিটমাট করে নিয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম বলেন, রোগীর স্বজনরা অভিযোগ দিলে তদন্ত করে ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!