খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
বসুন্ধরা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ

রেলিগেশন ম্যাচে জয় পেয়েছে ইয়ং আবাহনী, পুলিশ-একতা ম্যাচ ড্র

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের রেলিগেশন ম্যাচে জয় পেয়েছে ইয়ং আবাহনী ক্রীড়া চক্র। দিনের অপর ম্যাচ অমিমাংসীত ভাবে শেষ হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) নগরীর আটরা গিলাতলা আফিল গেটস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে রেলিগেশন ম্যাচে দু’টি খেলা অনুষ্ঠিত হয়।

দুপুর ১টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে মেট্রোপলিটন পুলিশ ক্লাব বনাম নিউ একতা ক্লাব। খেলাটি ২-২ গোলে অমিমাংসীত ভাবে শেষ হয়। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে। পুলিশের পক্ষে গোল ২টি করেন ১৩নং জার্সি পরিহিত খেলোয়াড় ফকরুল ও ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ। নিউ একতার পক্ষে গোল ২টি করেন ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় সোহেল ও ১৯নং জার্সি পরিহিত খেলোয়াড় মিরাজ। খেলায় রেফারী ছিলেন পারভেজ আলম, আলী আকবর, সুমন রাজু ও মনিরুল ইসলাম।

বিকেল ৩টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ইয়ং আবাহনী ক্রীড়া চক্র ও ইন্টার মিলান ক্লাব। খেলায় ইয়ং আবাহনী ক্রীড়া চক্র ২-১ গোলে ইন্টার মিলান ক্লাবকে পরাজিত করে। আবাহনীর পক্ষে জোড়া গোল করেন ১৫নং জার্সি পরিহিত খেলোয়াড় রেজওয়ান। তিনি খেলার ৬ ও ২৫ মিনিটে গোল ২টি করেন। পিছিয়ে থেকে বিরতীতে যায় ইন্টার মিলান। বিরতী থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ইন্টার মিলান। ফলও পায় তারা। খেলার ৬৬ মিনিটে ইন্টার মিলানের ২০নং জার্সি পরিহিত খেলোয়াড় পিয়াল দলের পক্ষে একটি গোলটি পরিশোধ করেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেএসপি মাঠে সুপার ফোরের ২টি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ম্যানসিটি ক্লাব বনাম বয়রা সবুজ সংঘ। বিকেল ৩টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সান স্পোটিং ক্লাব ও বিএকএসপি। মাঠের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!