খুলনা, বাংলাদেশ | ১০ ফাল্গুন, ১৪৩১ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮৫
  মানবতাবিরোধী অপরাধ : জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার

রূপসা নদীতে বোট ডুবি, ১৩ জন যাত্রীকে উদ্ধার করলো কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা নদীতে হাবিব ফ্রোজেন ফুডস কোম্পানির ১৩ জনসহ যাত্রীবাহী একটি বোট ডুবির ঘটনা ঘটেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে রূপসা ঘাটে যাওয়ার পথে ভারসাম্য হারিয়ে উল্টে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কোস্ট কার্ডের সদস্যরা তাদের উদ্ধার করেছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুর্ঘটনার তথ্য পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন রূপসা থেকে ৭ সদস্যবিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ রেসকিউ বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম আরম্ভ করে। উদ্ধারকারী দল দ্রুততার সাথে সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করে বিসিজি স্টেশন রূপসায় নিয়ে আসে। বর্তমানে উদ্ধারকৃত যাত্রীরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন।

উদ্ধারকৃত যাত্রীরা স্বল্প সময়ে সফল উদ্ধার অভিযানের জন্য কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!