খুলনার রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে এরশাদ শেখ (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মাজেদুল ইসলাম (১৮) নামে অপর এক যুবক আহত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) উপজেলার ৪নং টিএসবি ইউনিয়নের পাঁচানী গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের সন্নিকটে এ ঘটনা ঘটে। সে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা এলাকার মৃত শুকুর শেখের ছেলে। আহত মাজেদুল ওই এলাকার হাসেন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, পাঁচানী এলাকার রাস্তায় দেওয়ার জন্য ব্লক তৈরির কাজ চলছিল। এসময় মেশিনটি আকষ্মিক বিদ্যুতায়িত হয়ে গেলে মাজেদুল ইসলাম স্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গেলে এরশাদ শেখ ও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এক পর্যায়ে এরশাদ নিচে ব্লকের ওপর পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এরশাদ শেখকে মৃত বলে ঘোষনা করেন। রূপসা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।