খুলনার রূপসা উপজেলায় সংসদ সদস্য অনুসারীদের আনন্দ মিছিল থেকে ওপর মনোনয়নপ্রত্যাশী খুলনা মহানগর যুবলীগ সভাপতি সফিকুর রহমান পলাশের বাড়িতে পটকা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মিছিল থেকে পর পর ৩টি পটকার বিস্ফোরণ ঘটানো হয়। এতে বাড়ির বৃদ্ধ ও শিশুরা আতংকিত হয়ে পড়ে।
একই সময় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের দোকানের সামনেও পটকা বিস্ফোরণ ঘটানো হয়। দুটি ঘটনায় পুলিশ মৌখিকভাবে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
খুলনা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী। এই আসনে মনোনয়নের অন্যতম দাবিদার ছিলেন খুলনা মহানগর মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ।
আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর সন্ধ্যা ৬টায় আনন্দ মিছিল বের করে সংসদ সদস্যের সমর্থকরা। মিছিলটি রূপসার আইচগাতি ইউনিয়নের পলাশের বাড়ি অতিক্রমের সময় পর পর তিনটি পটকা বিস্ফোরণ ঘটানো হয়।
যুবলীগ নেতা সফিকুর রহমান পলাশ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তার স্ত্রী রাফিয়া সুলতানা জানান, সন্ধ্যা ৬টার কিছু পরে বাড়ির গেটে বিকট শব্দে পরপর ৩টি বিস্ফোরণ হয়। বাড়িতে গুরুতর অসুস্থ বৃদ্ধ শ্বশুর, শ্বাশুরিসহ শিশুরা আতংকগ্রস্ত হয়ে পড়ে। পরে সিসি টিভি ফুটেজে দেখতে পাই, একটি মটর সাইকেল মিছিল বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় একজন ব্যক্তি কি যেন গেটের দিকে ছুটে মারছেন। ফুটেজে তার চেহারা বোঝা যাচ্ছে না। ভিডিও ফুটেজটি প্রতিবেদকের কাছে রয়েছে।
৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জানান, সেনেরবাজার বায়তুস সালাম মসজিদের সামনে আমার দোকান রয়েছে। সন্ধ্যা আনন্দ মিছিল থেকে আমার দোকান লক্ষ্য করে দুটি পটকার বিস্ফোরণ ঘটানো হয়। আমি কোনো গ্রুপিংয়ে রাজনীতি করে না। কিন্তু অনেকে মনে করেন আমি সংসদ সদস্যের বিপক্ষের লোক।
রূপসা থানার ওসি মো. শাহিন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আনন্দ করতে গিয়ে পটকা জাতীয় কিছু ছুড়েছে। এটা গুরুতর কিছু না।
খুলনা গেজেট/এইচএইচ