খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

রূপসায় চোরাই মালামালসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলার রূপসা থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

খুলনার পুলিশ সুপার মো: সাঈদুর রহমান পিপিএম-সেবার সার্বিক দিক-নির্দেশনায় ১৫ অক্টোবর বিকাল ৫ টায় এ অভিযান শুরু হয়। গোয়েন্দা শাখার খুলনার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে রূপসা থানার কিসমত খুলনা এলাকার আবুল হোসেন সরদারের বাড়ীর সামনে এ অভিযান পরিচালনা করে চোরাই ল্যাপটপ ও চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যরা হল মোঃ সাগর মোল্যা, মোঃ সানি সরদার, মোঃ মাহিনুল ইসলাম হৃদয়, মোঃ সাব্বির শেখ।

এসময় তাদের নিকট থেকে উদ্ধারকৃত মালামলের মধ্যে রয়েছে একটি WALTON Laptop, ৪টি এন্ড্রোয়েড ফোনের মধ্যে রয়েছে itel A49 Play, OPPO Reno4, realme X, TECNO SPARK Go 2022, ১ টি কালো ব্যাগ। ১নং আসামীর বসতবাড়ী হতে চুরি কাজে ব্যবহৃত ১ টি লোহার শাবল, ১ টি সেলাই রেঞ্জ, ১ টি প্লাইয়ার্স, ১টি বড় স্কুড্রাইভার উদ্ধার করা হয়

এ ঘটনায় এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে রূপসা থানায় ধৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোড আইনে মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে, ১নং আসামী সাগর মোল্যা একজন পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তার নামে ইতিপূর্বে ০২ টি চুরি মামলা রয়েছে।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!