নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুডসের ফ্যাক্টরির আগুনে প্রায় ৫০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস। কারাখানাটি থেকে একের পর এক লাশ বের করা হচ্ছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান জানিয়েছেন, কারাখানাটি থেকে লাশ বের করা হচ্ছে। এখন চূড়ান্তভাবে বলা যাচ্ছে না ঠিক কত জন মারা গেছেন।
নিখোঁজদের খোঁজে কারখানার সামনে ভিড় করেছে স্বজনরা। ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানাটির ভিতরে তল্লাশি ও ডাম্পিংয়ের কাজ অব্যাহত রেখেছেন। ভবনের ছাদ তালাবদ্ধ থাকায় অগ্নিকান্ডে নিহতের সংখ্যা বেড়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা।
এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুডস লিমিটেডের সপ্তম তলা ভবনের নিচ তলার একটি ফ্লোরে বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকেল ৫টা ৪২ মিনিটে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। একপর্যায়ে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় গোটা কারখানাটি অন্ধকার হয়ে যায়। শ্রমিকরা ছোটাছুটি করতে শুরু করেন। কেউ কেউ ভবনের ছাদে অবস্থান নেন। এ সময় ঘটনাস্থলেই স্বপ্না রানী ও মিনা আক্তার নামে দুই নারী শ্রমিক নিহত হন। পরে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোরসালিন (২৮) নামে আরও একজনের মৃত্যু হয়।
এদিকে রূপগঞ্জে কার্টন কারখানার আগুনে ৫২ মৃত্যুর ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামিম বেপারি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে শুক্রবার এ কথা জানান তিনি।
খুলনা গেজেট/এনএম