ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রার সময় পৃথিবীর বৃহত্তম বিমান অ্যান্টোনভ আন- ২২৫ মারিয়া ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা রবিবার (২৭ ফেব্রুয়ারি) এই মন্তব্য করেছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের তৈরি অ্যান্টোনভ আন- ২২৫ মারিয়া বিমান কিয়েভের কাছে একটি কৌশলগত বিমানঘাঁটিতে রুশ হামলার সময় পুড়ে গেছে।
ইউক্রেনের এক ফেসবুক পাতায় বলা হয়েছে, রুশ দখলদার বাহিনী আন- ২২৫ মারিয়া বিমান ধ্বংস করেছে। এটি কিয়েভের কাছে হোস্তমেলে আন্তোনভ বিমানঘাঁটির কাছে ঘটেছে।
বিমানটি সোভিয়েত ইউনিয়নের শেষ বছরলোতে ডিজাইন ও তৈরি করা হয়েছিল। এটি মহাকাশগামী যান পরিবহনের জন্য নির্মিত হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে খুব কমই আকাশে নিয়ে যাওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বিমানটি পুনরুদ্ধার করতে তিন বিলিয়নের বেশি ডলার খরচ হবে ও দীর্ঘ সময় লাগবে।
দিমিত্রো কুলেবা বলেছেন, ‘একটি শক্তিশালী, মুক্ত ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্র হিসেবে ইউক্রেনের স্বপ্নকে রাশিয়া কখনোই ধ্বংস করতে পারবে না।’ বিবিসি, আল জাজিরা।