ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে বিক্ষোভে নেমেছে লক্ষাধিক মানুষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেট থেকে ভিক্টরিকলাম পর্যন্ত দীর্ঘ রাজপথ লোকে লোকারণ্য হয়ে গেছে। সেখানে এখনো মানুষ আসছে।
বিক্ষোভকারীরা বলছেন, তিন কিলোমিটার দূরের আলেকজান্ড্রাপ্লাৎজ পর্যন্ত পুরো এলাকাটাই মানুষে ভরে যাবে।
জার্মানি এই যুদ্ধে ইউক্রেনকে এক হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও ৫০০ স্টিংগার ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করার কথা জানিয়েছে।
জার্মানির চান্সেলার ওলাফ শোলৎজ দেশটির সামরিক নীতিতে বড়ধরনের এক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। শোলৎজ পার্লামেন্টে এক জরুরি অধিবেশনে বলেছেন, এ বছর সরকার সামরিক সরঞ্জামের জন্য ১০ হাজার কোটি ডলারের বেশি অর্থ বিনিয়োগ করবে।
তিনি বলেছেন, এখন থেকে জার্মানির বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের দুই শতাংশের বেশি প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে।
অন্যদিকে রাশিয়াতেও যু্দ্ধবিরোধী আন্দোলনকারীরা ইউক্রেনে মস্কোর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার আক্রমণ শুরুর পর থেকে যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শনের জন্য রাশিয়াতে তিন হাজারেরও বেশি প্রতিবাদকারীকে এখন পর্যন্ত আটক করা হয়েছে।