টেস্ট ক্রিকেটে গত বছরটা ভালো কাটেনি ইংলিশ অধিনায়ক জো রুটের। নতুন বছর আসতেই পাখা মেলল তাঁর ব্যাট। তুলে নিলেন ডাবল সেঞ্চুরি। তাঁর ২২৮ রানে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৪২১ রান তুলেছে ইংল্যান্ড।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বিপরীতে ব্যাট করতে নেমে ইংলিশ অধিনায়ক জো রুট একাই করেন ২২৮ রান। ১১৭.১ ওভার ব্যাটিং করে ৪২১ রানে অলআউট হয়েছে ইংলিশরা। অধিনায়কের দারুণ ইনিংসে ২৮৬ রানের বিশাল লিড পেয়েছে ইংল্যান্ড। বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছেন লঙ্কানরা।
প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার মাটিতে ডাবল সেঞ্চুরি হাঁকালেন রুট। এ ছাড়া ইংল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে এখন চারটি ডাবল সেঞ্চুরি এই ইংলিশ তারকার।
অবশ্য রুট ছাড়া বাকিরা ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। আজ শনিবার চার উইকেটে ৩২০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। তৃতীয় দিন ২৩.১ ওভার খেলতে পেরেছে সফরকারীরা। যেখানে ছয় উইকেটে স্কোরবোর্ডে ১০১ রান যোগ করেছে ইংলিশরা। ৩২১ বলে রুট খেলেছেন ২২৮ রানের ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৮ বাউন্ডারি ও এক ছক্কা দিয়ে।
এর আগে গলে গতকাল শুক্রবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে ৫৩ ওভার খেলা হয়েছে। তাতে প্রথম ইনিংসে চার উইকেটে ৩২০ রান নিয়ে দিন শেষ করে ইংল্যান্ড।
গতকাল বৃষ্টির কারণে খেলা শুরু হতে অনেক দেরি হয়। দুই উইকেটে ১২৭ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড ভালোভাবেই এগিয়ে যায়। যদিও দিনের শুরুতে জনি বেয়ারস্টোকে (৪৭) হারায় তারা। তবুও সমস্যা হয়নি। বাকিদের নিয়ে ইংল্যান্ডকে টানেন রুট। তাঁর ব্যাটে চড়ে গলে দাপট দেখায় ইংল্যান্ড।
এর মধ্য ১৬৩ বলে সেঞ্চুরি তুলে নেন রুট। ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তাঁর। গত এক বছর সেঞ্চুরিহীন ছিলেন এই ইংলিশ তারকা। রুটের সঙ্গে দারুণ খেলেন লরেন্স। ৭৩ রান করেন তরুণ এই ক্রিকেটার। শেষে বৃষ্টির কারণে চা বিরতির পর আর খেলা মাঠে গড়ায়নি।
খুলনা গেজেট/এ হোসেন